গরমে নাজেহাল রাজশাহীবাসী

'ফণী' যেতে না যেতেই রাজশাহীতে ফের শুরু হয়েছে তীব্র দাবদাহ।
গরমে নাজেহাল রাজশাহীবাসী

'ফণী' আসার কয়েকদিন আগে রাজশাহীর তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। 'ফণী'র প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতে তাপমাত্রা কিছুটাও কমলেও এখন সেটা দিনদিন বাড়ছে।

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যমতে, ৮ মে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। গতকাল রাজশাহীতে বাতাসের আর্দ্রতা ছিল ৩৫-৪০ শতাংশ!

সকালের দিকে তাপমাত্রা কম থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বেড়ে চলেছে। 

প্রখর রোদ আর ভ্যাপসা গরমে হাঁপিয়ে উঠেছে রাজশাহীবাসী। প্রয়োজন ছাড়া লোকজন রাস্তাঘাটে কম হতে দেখা যাচ্ছে। আবহাওয়া অফিস বলছে, এ অবস্থা আরো কিছুদিন চলবে।

জিরো পয়েন্টে এক রিকশাচালকের সঙ্গে হ্যালোর কথা হয়। তিনি বলেন, "প্রচণ্ড গরমে বেশ অস্বস্তিতে আছি। বৃষ্টি হলে আরাম পাওয়া যেত।"

প্রচণ্ড গরমে শরীরে সৃষ্ট ঘামে লবণ ও পানি বের হয়ে যাচ্ছে। এতে অনেকে পানিশূন্যতাজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে বলে হাসপাতাল ঘুরে জানা গেছে।

বিশেষজ্ঞরা স্যালাইন, ডাব, আখের রস ও বেশি বেশি পানি পান করার পরামর্শ দিচ্ছেন, যাতে শরীর আর্দ্র থাকে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com