
গত কদিন ধরে ঝালকাঠির তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। দুপরের পর তা প্রতিদিন আরও বেড়ে যায়।
অসহ্য গরমে শিশু কিশোররা পুকুর ও নদীতে গোসলে নেমে পড়ছে একটুখানি স্বস্তির আশায়। পার্ক-কিংবা গাছের ছায়ায় আশ্রয় নিয়ে শ্রমজীবিদের ক্লান্তি দূর করতে দেখা যায়।
গত কদিনের তীব্র গরম আর রোদে প্রাণিকূলও দিশেহারা হয়ে পড়েছে। জলাশয়ে নেমে পাখিরা শরীর ভিজিয়ে নিচ্ছে। এক পশলা বৃষ্টির প্রতিক্ষায় চেয়ে আছে মানুষসহ প্রাণিকূল।