ঝালকাঠিতে তীব্র গরমে ‘ডায়রিয়ায়’ আক্রান্ত  হচ্ছে শিশুরা (ভিডিওসহ)

ঝালকাঠিতে তীব্র তাপদাহে হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়ছে বলে সদর হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঝালকাঠিতে তীব্র গরমে ‘ডায়রিয়ায়’ আক্রান্ত  হচ্ছে শিশুরা (ভিডিওসহ)

সরেজমিনে জানা যায়, গত দুই সপ্তাহে ঝালকাঠি সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৬২০ জন রোগী। যাদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি।

একশ শয্যার হাসপাতালটিতে গিয়ে গ=দেখা যায়, ভেতরে জায়গা না থাকায় বারান্দার মেঝেতে চিকিৎসা নিচ্ছে অনেকে।

বাড়তি রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের।

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার মো. মেহেদী হাসান (সবুজ) হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তীব্র রোদ আর গরমে শিশুসহ সব বয়সের মানুষ আক্রান্ত হচ্ছে।”

গরমে বাসি খাবার থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে স্বাস্থ্য সম্মত খাবার ও বেশি করে পানি খেতে বলেন তিনি। তীব্র রোদে প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের না হওয়ারও পরামর্শ এ চিকিৎসকের।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com