অনুষ্ঠিত হলো ইউনিসেফ স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কর্মসূচি

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ২৭ শিশু কিশোর ও তরুণ তরুণীদের নিয়ে হয়ে গেল ইউনিসেফের স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কর্মশালা।
অনুষ্ঠিত হলো ইউনিসেফ স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কর্মসূচি

গত ১৭ ও ১৮ এপ্রিল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই আয়োজন করা হয়।

বাংলাদেশের প্রেক্ষাপটে স্বেচ্ছাসেবকদের অবদান এবং নতুন পন্থা উদ্ভাবন করতে এই কর্মশালার আয়োজন করা হয়।

বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং স্বেচ্ছাসেবকদের অপর্যাপ্ততাকে সামনে রেখে বাংলাদেশের স্বেচ্ছাসেবকদের অবস্থার উন্নতি করতে গৃহীত হয় নানান পদক্ষেপও।

অংশগ্রহণকারীরা নিরাপদ সড়ক, বাল্যবিবাহ রোধ, অভিভাবকদের সচেতনতা, শিক্ষা এবং জলবায়ু নিরাপত্তাকে কেন্দ্র করে নানান নতুন নতুন কার্যধারা ও ধারনা নিয়ে আসে।

এ ব্যাপারে তত্ত্বাবধায়ক এলি জেইটলিন বলেন, "আমরা কখনো ভাবতে পারিনি বাংলাদেশে এধরণের সারা আমরা পাব। আমাদের করা কর্মশালাগুলোর মধ্যে বাংলাদেশ আমার মতে এক এবং অনন্য।"

দুইদিনের এই কর্মশালার শেষে ইউনিসেফ যুক্তরাজ্যের কর্মকর্তা ভিভিয়ান বেঞ্জামিন বলেন, ‘এদেশের ইউনিসেফ কর্মকর্তাদের সহযোগিতা পেয়ে আমরা ধন্য এবং অংশগ্রহণকারীদের কাছ থেকে পাওয়া নতুন ধারণা নিয়ে আমরা খুব শীঘ্রই এগিয়ে যাব।’

ইউনিসেফ কর্মকর্তা শাকিল ফাইজউল্লাহ বলেন, "আমরা ইতিমধ্যেই সবার মাঝে নেটওয়ার্ক তৈরি করেছি এবং এই চিন্তার ধারা অব্যাহত রাখছি।"

দুইদিনের এই কর্মশালায় স্বেচ্ছাসেবার প্রাথমিক জ্ঞান ছাড়াও সাধারণ জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধিতেও নজর দেয় ইউনিসেফ কর্মকর্তারা।

কর্মশালার তত্ত্বাবধায়ক ছিলেন ইউনিসেফ যুক্তরাজ্যের কর্মকর্তা ভিভিয়ান বেঞ্জামিন, সাই সেবাসটিয়ান নাইডস এবং এলি জেইটলিন।

ইউনিসেফ বাংলাদেশের পক্ষ থেকে এই কর্মশালায় সহযোগিতা করেন ফারিয়া সেলিম এবং শাকিল ফাইজউল্লাহ।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com