সিরাজগঞ্জে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা (ভিডিওসহ)

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা (ভিডিওসহ)

শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে নাচ, গান আবৃত্তি, চিত্রাঙ্কন এবং অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ৯ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৫০ এর বেশি ছাত্র-ছাত্রী এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী জবা চক্রবর্তী বলে, সে সাধারণ নৃত্যে অংশ নিয়েছে।

তুষ্টি নামের আরেক প্রতিযোগী বলে, এই অনুষ্ঠানে আসতে পেরে সে নিজেকে ভাগ্যবান মনে করছে।

ছোট্ট মেয়ে নিশা হ্যালোকে বলে, সে লোকনৃত্যে অংশ নিয়েছে।

তূর্য্য নামের এক খুদে গায়ক বলে, সে এর আগে কোনো প্রতিযোগিতায় অংশ নেয়নি। এখানে সে রবীন্দ্র সঙ্গীত ও দেশাত্ববোধক গানের প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

এছাড়া সিরাজগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের পাঁচ জন শিক্ষার্থী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সভাপতি মিঞা মনসুব হ্যালোকে বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শিশু দিবস প্রবর্তন করে এই বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা।

তিনি আরো বলেন, এই সংগঠনের মাধ্যমে ২৬টি জাতীয় শিশু দিবস পালন করেছেন এবং প্রতিবারই জাতীয় প্রতিযোগিতার আয়োজন করেছেন।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি কে এম এমদাদুল আলম শামিম বলেন, প্রতিযোগিতায় অভিভাবকদের দারুণ সাড়া পেয়েছেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com