সিরাজগঞ্জে ঝরে পড়া রোধে শিক্ষা উপকরণ বিতরণ (ভিডিওসহ)

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রজারপাড়া গ্রামে ব্যক্তি উদ্যোগে মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জে ঝরে পড়া রোধে শিক্ষা উপকরণ বিতরণ (ভিডিওসহ)

ব্যক্তি উদ্যোগে ঝরে পড়া রোধে প্রজারপাড়া শিক্ষা সহায়ক বন্ধু কল্যাণ ট্রাস্ট থেকে শিশুদের লেখাপড়ার খরচ, শিক্ষা সামগ্রীসহ নানা সহযোগিতা করা হয়।

শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক মো. শহীদুল ইসলাম জাহিদ। বিশেষ অতিথি ছিলেন, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, হিলিং এইড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. ফেরদৌস আহমেদ আল আরিফ, প্রভাষক সাদরিল আমিন সেন্টু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাবিবুর রহমান, আশরাফুল আলম।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা পারভীন বলেন, এ বৃত্তি দেওয়ায় শিক্ষার্থীরা স্কুলমুখী হচ্ছে, তাদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি হচ্ছে। ফলে, শিক্ষার মান বাড়ছে।

অনুষ্ঠান শেষে শিশুদের সাথে কথা হলে তারা জানায়, বৃত্তি পেয়ে তারা অনেক আনন্দিত।

এক শিশু বলে, “আমি গত বছর বৃত্তি পাইনি। তাই ভালোভাবে পড়ালেখা করে এবার বৃত্তি পেয়েছি।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com