বাল্যবিয়ে ও শিশু পাচার রোধে সাতক্ষীরায় বাইসাইকেল ক্যাম্পেইন (ভিডিওসহ)

সাতক্ষীরায় বাল্য বিয়ে ও শিশু পাচার রোধে বাইসাইকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বাল্যবিয়ে ও শিশু পাচার রোধে সাতক্ষীরায় বাইসাইকেল ক্যাম্পেইন (ভিডিওসহ)

“কন্যা শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা, বাল্য বিবাহ বন্ধ করার সবচেয়ে ভালো উপায়” এই ধ্বনিকে সামনে রেখে

মঙ্গলবার সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল থেকে এই ক্যাম্পেইন করা হয়।

পরে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে মানব পাচার ও বাল্য বিয়ে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক মমিনুর রহমান বলেন, “মানব পাচার ও বাল্য বিবাহ রোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি এর কুফল সম্পর্কে আরও প্রচার চালাতে হবে।

“মেয়েরা ১৮ এবং ছেলেরা ২১ বছরের নিচে কোনো মতেই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারবে না।”

তিনি আরও বলেন, কোনো পরিবার যদি জোর করে ছেলে বা মেয়েদের বিয়ে দিতে চায় তাহলে ৯৯৯ নম্বরে কল করলে প্রশাসন তাদের পাশে এসে দাঁড়াবে এবং সার্বিক সহযোগিতা করবে।

সহকারি শিক্ষক প্রণয় সাহা বলেন, বাল্য বিয়ে সমাজকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। বাল্য বিয়ে রোধে সবার এগিয়ে আসা দরকার।

শিশু বিয়ে বন্ধ ও পাবার রোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানায় ক্যাম্পেইনে অংশ নেওয়া শিশুরা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com