৬৭ বছরেও শহীদ মিনার তৈরি হয়নি সিরাজগঞ্জের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে (ভিডিওসহ)

সরকারি ঘোষণার পরও সিরাজগঞ্জের কয়েকটি বিদ্যালয়ে তৈরি হয়নি কোনো শহীদ মিনার।
৬৭ বছরেও শহীদ মিনার তৈরি হয়নি সিরাজগঞ্জের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে (ভিডিওসহ)

সম্প্রতি ঘুরে দেখা যায়, জেলার সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, জাহান আরা উচ্চ বিদ্যালয়, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়, সবুজ কানন স্কুল এন্ড কলেজে নেই কোনো শহীদ মিনার।

তবে কয়েকটি স্কুলে শহীদ মিনার থাকলেও তা অযত্নে পড়ে থাকতে দেখা যায়।

বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুছ সালাম খান বলেন, "আমাদের শহীদ মিনার আছে, তবে এখানে একটি সীমানা প্রাচীর বানালে ভালো হয়।"

শহীদ মিনার নির্মাণাধীন আছে সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে।

বিদ্যালয়টি প্রধান শিক্ষক আফসার আলী হ্যালো কে বলেন, "এক মাসের মধ্যে শহীদ মিনারটি তৈরি হয়ে যাবে।"

তিনি আরও বলেন, "এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তৎপর হলে শহীদ মিনারটি আগেই হয়ে যেত।"

সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম হ্যালোকে বলেন, "দুই থেকে তিন মাসের মধ্যে বিদ্যালয়ে শহীদ মিনার তৈরি হয়ে যাবে।"

প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার থাকার ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফী উল্লাহ বলেন, বেশ কিছু বিদ্যালয়ে জায়গা না থাকার কারণে তারা শহীদ মিনার তৈরি করতে পারছেন না।

তিনি আশা করছেন অচিরেই এই বিদ্যালয়গুলোতে শহীদ মিনার তৈরি করা হবে৷

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com