সাতক্ষীরায় বসন্ত উৎসব উদযাপিত

সাতক্ষীরায় বসন্ত উৎসব উদযাপিত

নানা আয়োজনে সাতক্ষীরায় বসন্ত উৎসব পালন করা হয়েছে।

বুধবার শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি শোভাযাত্রার মধ্যদিয়ে শুরু হয়  উৎসব।

সাংস্কৃতিক সংগঠন ‘প্রাণকেন্দ্র, সাতক্ষীরা’ শিল্পায়ন সঙ্গীত একাডেমি ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি ‘প্রথম সাতক্ষীরা বসন্ত উৎসব ১৪২৫’ এর আয়োজন করে।

শিশু কিশোরদের নাচ, গান, আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠানে ভরে ওঠে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তন।

অনুষ্ঠানে আলোচনা করেন, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিরসহ সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী, অধ্যক্ষ আশেক ই এলাহী, প্রাণকেন্দ্র সাতক্ষীরার সংগঠক আমিনা বিলকিস ময়না, শরীফুল্লাহ কায়সার সুমন, শেখ আবু সালেক, কবি গাজী শাজাহান সিরাজ, হাসানুর রহমান, সাকিবুল গাজী, অভিজিৎ কুমার, মোস্তাফিজুর রহমান, শিল্পায়নের পরিচালক জাকির হোসেন।

‘আহা আজি এ বসন্তে’ সম্মেলক গানের পরিবেশনায় শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে রাখে ছোট্ট ছোট্ট শিশু, কিশোর ও তরুণ তরুণীরা। দলীয় ও একক নৃত্যও দর্শকদের মাতিয়ে রাখে।

অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ আব্দুল হামিদ বলেন, সংস্কৃতির শুন্যতা ও সংকটকালীন এ প্রহরে  ঋতুভিত্তিক এ উৎসব সবার মাঝে শুধু বাঙালী সংস্কৃতির বিকাশ নয় সামগ্রিক চেতনাবোধকেও জাগ্রত করবে।

তিনি এ ধরনের ঋতুভিত্তিক অণুষ্ঠানে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত বলেও মনে করেন।

Related Stories

No stories found.
bdnews24
bangla.bdnews24.com