শঙ্খ, পুষ্পে সরস্বতী বন্দনা (ভিডিওসহ)

শঙ্খ, কাশি, পত্রপুষ্প ও ফল সজ্জিত মণ্ডপে আরাধনার মধ্যে দিয়ে সিরাজগঞ্জে সরস্বতী পূজা হয়েছে।
শঙ্খ, পুষ্পে সরস্বতী বন্দনা (ভিডিওসহ)

শনিবার ও রোববার দুই দিন মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়।

এদিন সিরাজগঞ্জের সিরাজগঞ্জ সরকারি কলেজ, ইসলামিয়া সরকারি কলেজ, মওলানা ভাসানী কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে, সামাজিক ও পারিবারিকভাবে বিদ্যা ও সুরের দেবী সরস্বতীর পূজা হয়।

পূজায় কয়েকটি বিশেষ উপাচার অভ্র-আবির, আমের মুকুল, দোয়াত-কলম, যবের শিষ ও বাসন্তী রঙের গাঁদা ফুল প্রয়োজন হয়। এই দিন ছোটদের হাতেখড়ি দিয়ে পাঠ্যজীবন শুরু করার রীতিও রয়েছে।

মওলানা ভাসানী কলেজে ও হাজী আহমেদ আলি উচ্চ বিদ্যালয়ের কয়েক জনের সঙ্গে কথা হয় হ্যালোর।

মওলানা ভাসানী কলেজের সৃষ্টি কর্মকার হ্যালোকে বলেন, "ভক্তি, শ্রদ্ধা ও বিশ্বাসের মধ্য দিয়ে এবং জীবনে উন্নয়নের শীর্ষে পৌঁছানোর জন্য সরস্বতীর পূজা করি।”

হাজী আহমেদ আলি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী দুর্জয় সাহা হ্যালোকে বলে,"মা সরস্বতীর কাছে প্রার্থনা করেছি যাতে সবাই পরীক্ষায় ভালো ফলাফল করে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com