শেরপুরে গণগ্রন্থাগার দিবস পালন (ভিডিওসহ)

সারাদেশের মতো শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস-২০১৯ পালিত হয়েছে।
শেরপুরে গণগ্রন্থাগার দিবস পালন (ভিডিওসহ)

‘গ্রন্থাগারে বই পড়ি, আলোচিত মানুষ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা সরকারি গ্রন্থাগারে গিয়ে শেষ হয়।

পরে জেলা সরকারি গ্রন্থাগার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিম।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা লাইব্রেরিয়ান এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আখতারুজ্জামান।

বক্তারা বলেন, এ দিবসকে কেন্দ্র করে এখন সারাদেশের গ্রন্থাগারগুলি নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করে। এতে মানুষের বিশেষ করে শিশুদের সৃজনশীলতার প্রকাশ পাবে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com