নেত্রকোণায় ১০ দিনে ৩ শতাধিক শিশু ডায়রিয়ায় আক্রান্ত (ভিডিওসহ)

নেত্রকোণায় গত ১০ দিনে তিন শতাধিক শিশু ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
নেত্রকোণায় ১০ দিনে ৩ শতাধিক শিশু ডায়রিয়ায় আক্রান্ত (ভিডিওসহ)

সদর হাসপাতালসহ জেলার নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের সেবিকা জেসমিন আক্তার জানান, গত ১০ দিনে তাদের হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত ২০০ শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে।

নেত্রকোণা সিভিল সার্জন মো. তাজুল ইসলাম খান বলেন, অধিকাংশ শিশুই রোটা ভাইরাস জনিত ডায়রিয়ায় আক্রান্ত। এদের মধ্যে দুই বছরের শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে।

শীতে এই রোগের প্রাদুর্ভাব বাড়ে জানিয়ে আক্রান্তদের বারবার খাবার স্যালাইন খাওয়ানোসহ কাছের হাসপাতালে নিয়ে চিকিৎসা করানোরও পরামর্শ দেন তিনি।

তবে পরিস্থিতি আতঙ্কিত হওয়ার মতো নয় বলেও জানান তিনি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com