সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা (ভিডিওসহ)

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০১৯ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় সাংবাদিকদে নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা (ভিডিওসহ)

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ সভা হয়।

সাতক্ষীরার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. শেখ কুদরাত-ই-খুদার সভাপতিত্বে ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহিনুর খাতুন।

ডা. ইকবাল মাহমুদ জানান, শিশুদের জন্য জরুরি এই ভিটামিন এ ক্যাপসুল সারাদেশে সাত লক্ষ শিশুকে খাওয়ানো হবে।

এ ভিটামিন এ ক্যাপসুল নিয়ে নানান গুজব আছে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি।

ডা. জগদীশ চন্দ্র বলেন, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উদ্দেশ্য হলো রাতকানা রোগমুক্ত শিশু ও জনগোষ্ঠী তৈরি করা।

আগামী ১৯ জানুয়ারি জেলার দুটি পৌরসভা ও সাত উপজেলায় মোট দুই হাজার ৩১টি টিকাদান কেন্দ্র থেকে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ১১ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ১৩ হাজার ৩২৭ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com