নেত্রকোণার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বন্ধ ‘সিজারিয়ান’ অপারেশন (ভিডিওসহ)

চিকিৎসকের অভাবে নেত্রকোণার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নেত্রকোণার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বন্ধ ‘সিজারিয়ান’ অপারেশন (ভিডিওসহ)

সরেজমিনে দেখা যায়, অপারেশন থিয়েটারগুলোতে ময়লার স্তুপ জমার পাশাপাশি পাখিও বাসা বেঁধেছে। প্রায় অর্ধ কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হচ্ছে।  

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, নেত্রকোণা জেলার ১০ উপজেলার মধ্যে সদর আধুনিক হাসপাতাল ছাড়া নয়টি উপজেলায় রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এর মধ্যে কেন্দুয়া ও কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে সিজারিয়ান অপারেশনের সুবিধা।

কলমাকান্দা উপজেলার পাগলা এলাকার হোমিও চিকিৎসক কল্পনা সূত্রধর বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় এলাকার মানুষও প্রসূতি মায়েদের চিকিৎসা নিতে হাসপাতালগুলোতে যান না। তারা বাধ্য হয়ে ময়মনসিংহসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন মো. তাজুল ইসলাম খান বলেন, ঠচিকিৎসক সংকটে অপারেশন চালু করা সম্ভব হচ্ছে না। তবে সমস্যার সমাধানে চেষ্টা করা হচ্ছে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com