শীত বাড়ার সঙ্গে বাড়ছে গরম কাপড়ের চাহিদা

শীত বাড়ার সাথে সাথে বেড়েছে গরম কাপড়ের দোকানগুলতে ব্যস্ততা বেড়েছে চোখে পড়ার মতো।
শীত বাড়ার সঙ্গে বাড়ছে গরম কাপড়ের চাহিদা

সরেজমিনে বগুড়ার কয়েকটি ফুটপাতসহ বিভিন্ন বিপণি বিতানগুলো ঘুরে দেখা যায় ক্রেতা বিক্রেতাদের ব্যস্ততা।

দেখা গেছে বগুড়ার হকার্স পট্টি, রেল স্টেশন, খোকন পার্ক, সাত মাথা, চার মাথাসহ শহরের বিভিন্ন  ফুটপাতে এখন ক্রেতাদের ভিড়।

জেলার বিভিন্ন স্থান থেকে আসা লোকজনের বেশিরভাগই ফুটপাত থেকে শীতের কাপড় কিনছেন।

ফুটপাতে কাঠের খাটের ওপর স্তূপ করে শত দোকানে রাখা হয়েছে শিশু ও বড়দের শীতের কাপড়।

গত সোমবার বিকেলে বগুড়ার রেল স্টেশন, হকার্স পট্টি এলাকায়ও একই চিত্র দেখা গেছে।

বগুড়া হকার্স পট্টিতে কথা হলো দেওগ্রাম থেকে আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে।

তিনি বলেন, “যে টাকা আয় করি তা দিয়ে কোনোরকম সংসার চলে। কিছুদিন পর অনেক শীত পড়বে।

“তাই  অল্প দামে বাচ্চাদের গরম কাপড় কিনতে এসেছি।”

মোরশেদা বেগম নামের আরেক মা বলেন, “তিন সন্তান ও  নিজের জন্য গরম পোশাক কিনতে এসেছি। গত শীতে ভালো গরম কাপড় না থাকায় আমার সন্তানরা কষ্ট পেয়েছে।

“৬০ টাকায় আমার জন্য এবং বাচ্চাদের জন্য ৮০ টাকায় সোয়েটার কিনেছি।”

রেল স্টেশনে শীতের কাপড় বিক্রেতা এমদাদুল হক বলেন, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে গরম কাপড়ের চাহিদাও বাড়ছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com