শেরপুরে হানাদার মুক্ত দিবস পালন (ভিডিওসহ)

উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরে পাক হানাদার মুক্ত দিবস উদযাপিত হয়েছে।
শেরপুরে হানাদার মুক্ত দিবস পালন (ভিডিওসহ)

এ উপলক্ষে শুক্রবার জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের যৌথ আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে সাদা কবুতর ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

পরে শহীদ বুলবুল সড়কের উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা হয়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ ও ৭ ডিসেম্বর বিজয়ের স্মৃতি চারণ করে স্বাগত বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা ফকির আখতারুজ্জামান। এসময় বিভিন্ন স্থান থেকে আসা বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com