প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা (ভিডিওসহ)

টাঙ্গাইলে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা (ভিডিওসহ)

জেলা স্টেডিয়ামে টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৭০ শিশু কিশোর দৌড়, বল নিক্ষেপ, যেমন খুশি তেমন সাজ খেলায় অংশ নেয়। এরপর তাদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

অভিভাবক মহিদুর রহমান লিটন হ্যালোকে বলেন, “বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া অফিস যে আয়োজন করছে এজন্য তাদের ধন্যবাদ জানাই।

“আশা করি প্রতি বছর এসব শিশু নিয়ে এই রকম আয়োজন করবেন।”

প্রতিবন্ধী শিশু মিলি আক্তার বলে,"বল নিক্ষেপ আর দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছি। অনেক ভাল লেগেছে।”

টাঙ্গাইল জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমীন সবুজ বলেন, "সরকার প্রতিবন্ধী শিশুদের এগিয়ে নিতে কাজ করছে।

“এইসব শিশুর প্রতিভাকে কাজে লাগিয়ে এগিয়ে নিতে হবে। এরা পিছিয়ে পড়া নয়, সঠিক পরির্চযা দিয়ে গড়ে তুলতে পারলে আর দশটা মানুষের মতো প্রতিষ্ঠা পাবে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com