ঠাকুরগাঁওয়ে শিক্ষক সংকটে ১ সরকারি বিদ্যালয় (ভিডিওসহ)

পর্যাপ্ত শিক্ষক না থাকায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।
ঠাকুরগাঁওয়ে শিক্ষক সংকটে ১ সরকারি বিদ্যালয় (ভিডিওসহ)

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৩ জন শিক্ষকের পদ থাকলেও মাত্র পাঁচজন শিক্ষক দিয়ে চলছে উচ্চ বিদ্যালয়টি।

এছাড়া জীববিজ্ঞান, গণিতের মতো বিষয়ের শিক্ষক না থাকায় ফলাফল খারাপ হচ্ছে বলে অভিযোগ ক্রেন অভিভাবকরা।

এজন্য অতিরিক্ত অর্থ ব্যয়ে প্রাইভেট পড়াতে হচ্ছে বলেও জানান তারা।

এ অবস্থায় শিক্ষকদের উপর অতিরিক্ত চাপ পড়ছে বলে জানান শিক্ষকরা। এতে পাঠদানে তেমন মনোযোগী হতে পারছেন না তারা।

১৯৭৩ সালে স্থাপিত হয় পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আর জাতীয়করণ করা হয় ১৯৮৬ সালে। নির্দিষ্ট পরিসর ও পর্যাপ্ত শিক্ষার্থী থাকলেও স্কুলে রয়েছে শিক্ষকের সংকট।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com