সিরাজগঞ্জের অটিস্টিক বিদ্যালয় (ভিডিওসহ)

বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের জন্য সিরাজগঞ্জের একমাত্র বিদ্যালয় সিরাজগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়।
সিরাজগঞ্জের অটিস্টিক বিদ্যালয় (ভিডিওসহ)

জেলার থানা রোড সংলগ্ন পার্সপোর্ট অফিসের পাশে বিদ্যালয়টির অবস্থান। বিদ্যালয়টি ১৭ শতক জায়গার উপর অবস্থিত এবং সেখানে তিন কক্ষ বিশিষ্ট একটি টিনের ঘর রয়েছে।

বিদ্যালয়টি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৫ সালে সরকারি স্বীকৃতি পায়। বিদ্যালয়টিতে রয়েছে ১২০ জন শিক্ষার্থী এবং ১২ জন শিক্ষক-শিক্ষিকা।

সকাল ৯ থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যালয়টিতে পাঠদান হয়। বিদ্যালয়টিতে পড়াশোনার পাশাপাশি নাচ, গান, খেলাধুলা, আবৃত্তি, চিত্রাঙ্কন, কোরয়ান তেলোয়াত ইত্যাদি শেখানো হয়।

এই বিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদুল হাসান আবির হ্যালোকে বলে, সে খেলাধুলা, চিত্রাঙ্কন, আর্ট, অভিনয় শিখেছে।

আরেক শিক্ষার্থী জুনায়েদ হাসান কাব্য বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের একটা গান শোনায়।

জুনায়েদ হাসান কাব্যর মা হ্যালোকে বলেন, এখানে ভর্তি করে তার বাচ্চার অনেক উন্নতি হয়েছে।

প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিন বলেন,২০০৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়য়। তারা কোনো বেতন ভাতার আওতাভুক্ত না এখনো। কমিটি থেকে মাত্র ১০০০ টাকা প্রতি মাসে তাদের দেওয়া হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com