লাভের আশায় আগাম সবজি চাষ বগুড়ায় (ভিডিওসহ)

লাভের আশায় আগাম সবজি চাষ বগুড়ায় (ভিডিওসহ)

বেশি লাভের আশায় আগাম শীতকালীন সবজি চাষে আগ্রহ বেড়েছে বগুড়ার ধুনট উপজেলার কৃষকদের মধ্যে।

এ বছর বৃষ্টি কম হওয়ায় উঁচু জমিতে শীতকালীন বিভিন্ন জাতের সবজির চারা রোপণ ও পরিচর্যায় কাজে ব্যস্ত সময় পার করছে উপজেলার কৃষি পরিবারগুলো।

উপজেলায় শীতকালীন সবজীর মধ্য চাষ হচ্ছে বাঁধাকটি, ফুলকপি, শিম, টমেটো, বেগুন।

ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ক্ষুদ্র পিরহাটি গ্রামের রহমত আলী বাঁধাকপি চাষ করেছেন।

তিনি পেশায় একজন তেল ব্যবসায়ী। বছরে ১৬ হাজার টাকা দিয়ে ধুনট উপজেলার অলোয়া মোজার ৫২ শতক জমি লিজ নিয়ে সবজি আবাদ করেছেন।

তিনি ধারনা করছেন বাজার এবং আবহাওয়া ঠিকঠাক থাকলে লাভবান হবেন।

উপজেলা কৃষি অফিসের পর্যবেক্ষক সুকান্ত কুমার মোদক বলেন, এ বছর আবহাওয়া ঠিক থাকলে বাঁধাকপির বাম্পার ফলন হবে।

রহমতের মতো এ উপজেলার অনেকেই এ রকম আশা নিয়ে তাদের জমিতে বাঁধাকপি চাষ করেছেন।

এদিকে এ উপজেলায় শিম, টমেটো ও বেগুনেরও বাম্পার ফলন হয়েছে।

উপজেলার মধুপুর গ্রামের টমেটো চাষি বাবলু শেখ বলেন, “আমি প্রতি বছর টমেটোর আবাদ করি। শেষ সময়ে ছেলেকে নিয়ে গাছের পরিচর্যা করছি।

“এ বছর ৫২ শতাংশ জমিতে টমেটো আবাদ করেছি। আবহাওয়া ভালো থাকলে এবং বাজার ঠিক থাকলে ভালো দাম পাবো।”

Related Stories

No stories found.
bdnews24
bangla.bdnews24.com