স্মার্টফোনে মত্ততায় শিশুর ক্ষতি (ভিডিওসহ)

স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে শিশু-কিশোরদের চোখের অনেক ক্ষতি হয়।
স্মার্টফোনে মত্ততায় শিশুর ক্ষতি (ভিডিওসহ)

মোবাইলেই এখন বেশি গেইম খেলছে শিশুরা। অন্যদিকে বেশির ভাগ কিশোর আসক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক কিংবা ইউটিউবে। তবে তারা জানে না স্মার্টফোন অতিরিক্ত ব্যবহারের ক্ষতি সম্পর্কে।

কুমুদিনী উইমেন্স কলেজ হাসপাতালের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডা. উদ্ভব মল্লিক হ্যালোকে বলেন, "দীর্ঘ সময় স্মার্টফোন, ল্যাপটপ ব্যবহার করলে চোখ ক্লান্ত হয়ে পড়ে। ফলে চোখে ব্যথা হতে পারে, চোখ শুকিয়ে আসে।”

শিশুদের ক্ষেত্রে চোখের দৃষ্টি শক্তি কমে যায়, দূরের জিনিস দেখতে কষ্ট হয় বলেন তিনি।
“স্মার্টফোনের বেশি আলো তার চোখে লাগার ফলে পত্রিকা বা বই পড়তে তার চশমা ব্যবহার করতে হয়।”

স্মার্টফোন বেশি বেশি ব্যবহার করলে এটা অবশ্যই ক্ষতি করবে উল্লেখ তিনি জানান, শিশুরা পড়ালেখায় মন দিতে পারে না এবং শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়।

শিশুদের বেশি খেলার সময় দেওয়া, ঘুরতে নিয়ে যাওয়া, শিশুতোষ বই পড়তে উৎসাহিত করার পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নভেম্বরে প্রকাশিত তথ্য মতে দেশে মোবাইল ফোনের সক্রিয় সংযোগ বা সিমের সংখ্যা ১৪ কোটি সাত লাখ। মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সাত কোটি ৯২ লাখ।

তথ্যপ্রযুক্তি বিষয়ক শ্রীলংকার প্রতিষ্ঠান লার্নএশিয়ার ‘আফটার অ্যাকসেস: আইসিটি অ্যাকসেস অ্যান্ড ইউজ ইন এশিয়া অ্যান্ড দ্য গ্লোবাল সাউথ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে- বাংলাদেশে ১৫-৬৫ বছর বয়সী নাগরিকদের ৪৫ শতাংশের হাতে উপযুক্ত ডিভাইস আছে এবং এদের মধ্যে ১৩ শতাংশ ইন্টারনেট ব্যবহার করছেন।

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com