শেরপুরে আগমনী শোভাযাত্রা (ভিডিওসহ)

শেরপুরে দেবী বোধনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা শুরু হয়েছে।
শেরপুরে আগমনী শোভাযাত্রা (ভিডিওসহ)

এ উপলক্ষে সোমবার সকালে এক আগমনী শোভাযাত্রা করেছে জেলা পূজা উদযাপন পরিষদ।

শহরের গোপাল জিউর মন্দির থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

আগমনী শোভাযাত্রায় জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দে ভানু উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে গোপাল জিউর মন্দিরে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্যদ্রব্য ও বস্ত্র বিতরণ করা হয়।

সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাস ছাড়াও সব মণ্ডপে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভোগআরতির আয়োজন রয়েছে।

এছাড়াও সন্ধ্যায় বিশেষ আলোকসজ্জাসহ অনেক মণ্ডপে বিশেষ প্রার্থনা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন রয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com