শ্রীমঙ্গলে শুরু হয়েছে আগাম দুর্গাপূজা (ভিডিওসহ)

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাতগাঁয়ের ইছামতি চা বাগানের মঙ্গলচণ্ডিরথলীতে শুরু হয়েছে আগাম দুর্গা পূজা।
শ্রীমঙ্গলে শুরু হয়েছে আগাম দুর্গাপূজা (ভিডিওসহ)

১০ অক্টোবর সকাল থেকেই শুরু হয়েছে ৫০০ বছরেও পুরনো এই পূজা।

এ পূজায় রয়েছে বিশেষ কিছু নিয়ম। বৈদিক নিয়ম অনুযায়ী দেবী দূর্গার নয়টি রুপের পৃথক পৃথক প্রতিমা তৈরি করা হয় এই পূজায়।

পূজার আয়োজক ও পুরহিত বলেন, মানুষের মধ্যে সৃষ্ট অসুরকে দূর করার পাশাপাশি এ বারের পূজার মূল উদ্দেশ্য বিশ্ব জলবায়ূ পরিবর্তনের কুফল থেকে পৃথিবীকে রক্ষায় দেবী দুর্গার কাছে বিশেষ প্রার্থনা করা।

এদিকে এ পূজা দেখতে বড়দের সাথে এসেছে অনেক ছোটরাও। তারা নিজের লেখাপড়ায় মনোযোগী হওয়া ও পরিবারের মঙ্গলের জন্য প্রার্থনা করছে দেবীর কাছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com