মণ্ডপে মণ্ডপে ব্যস্ততা, দেবীর অপেক্ষায় শিশুরা (ভিডিওসহ)

শারদীয় দুর্গা পূজাকে ঘিরে জল্পনা কল্পনার শেষ নেই শিশু কিশোরদের। সম্প্রতি পূজার প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে টাঙ্গাইলের কয়েকজন শিশুর সঙ্গে কথা হয় হ্যালোর।
মণ্ডপে মণ্ডপে ব্যস্ততা, দেবীর অপেক্ষায় শিশুরা (ভিডিওসহ)

নবম শ্রেণি পড়ুয়া শিমুল সাহা বলে, অল্প কিছুদিন আছে পুজার, আমি পুজা নিয়ে খুব উচ্ছ্বসিত। “পুজায় মামার বাড়ি এসেছি। এখন দিন গুনছি, অনেক আনন্দ করব।”

শরৎ সরকার নামের আরেক শিশু বলে, এটা আমাদের সবচেয়ে বড় উৎসব। নতুন কাপড় কেনা, ঠাকুর বানানো, ঘর গোছানো। কত কাজ সবার।

এখনও নতুন কাপড় কেনা হয়নি শরতের। তবে কয়েকটা জামা কিনবে বলে জানায় ও।

“পুজায় বন্ধুদের সঙ্গে ঘুরব, অনেক মজা হবে।”

শরতের কাশফুল জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা। টাঙ্গাইলের মির্জাপুরের পূজা মণ্ডপগুলোতে ব্যস্ততা চোখে পড়ার মতো। কোথাও তৈরি হচ্ছে প্রতিমা আবার কোথাও রঙ তুলিতে শেষ কাজ সেরে নিচ্ছেন শিল্পীরা, চলছে গেট, প্যান্ডেল তৈরির কাজও।

এবার মির্জাপুর উপজেলায় ২৩৭টি পুজামণ্ডপে শারদীয় এ উৎসব পালন করা হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com