ঈদে ব্যস্ত কামারপল্লী (ভিডিও সহ)

দু দিন পর কোরবানির ঈদকে সামনে রেখে ভীষণ ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইল মির্জাপুরের কামারপল্লীর কামাররা।
ঈদে ব্যস্ত কামারপল্লী (ভিডিও সহ)

সারা বছর কাজ কম থাকলেও কোরবানির ঈদে যেন দম ফেলার সময় পান না তারা। এদিকে গরম আবহাওয়া আর কয়লার গনগনে আগুনের পাশে বসে ছুরি, চাপাতি, দা, বটি তৈরির কাজকে তাদের জন্য আরও বেশি কষ্টকর করে তুলেছে।

তাদের অভিযোগ আছে ছুরি-চাপাতি তৈরির কাঁচামালের মূল্যবৃদ্ধি আর সারাবছর এ পেশার চাহিদা না থাকা নিয়ে।

কামার রবীন্দ্র মন্ডল হ্যালোকে বলেন, “কয়লার পাশে অনেক গরম আর এমনিতেও খুব গরম পড়েছে। তাই আমাদের কাজ করতে অনেক কষ্ট হচ্ছে।”

কামারপল্লীতে দেখা যায় ক্রেতাদেরও উল্লেখযোগ্য ভিড়। পুরনো দা-বটি মেরামত করতে আসা দেলোয়ার হোসেন বলেন, “কোরবানি আসছে তাই আগের ছুরি-বটিগুলাই নতুন করে মেরামত করাতে নিয়ে এসেছি।”

“কামারদের বানানো ছুরি-চাপাতিগুলো রেডিমেডগুলোর চেয়ে অনেক শক্ত ও মজবুত বলে এখানে থেকে নিতে এসেছি,” বলেন আরেক ক্রেতা মো. মঙ্গল মিয়া।

কামার নেপাল কর্মকার জানান ঈদের দিন সকাল পর্যন্ত তাদের কাজ চলবে।

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com