ময়মনসিংহ শহর যানজটে নাকাল (ভিডিওসহ)

ময়মনসিংহ জেলা শহরের সড়কগুলিতে এ জটের শিকার স্কুল কলেজের শিক্ষার্থীসহ সব শ্রেণি ও পেশার মানুষ।
ময়মনসিংহ শহর যানজটে নাকাল (ভিডিওসহ)

সম্প্রতি শহরের ছোটবড় প্রায় সব মোড়েই প্রতিদিন সৃষ্টি হচ্ছে যানজট। ফলে দীর্ঘ সময় আটকা পড়ে মানুষ হারাচ্ছে তাদের সময়। হচ্ছে ভোগান্তির শিকার। শিক্ষার্থীরা সময় মতো স্কুল বা প্রাইভেটে পৌঁছাতে বা ফিরতে পারছে না বলে মায়ের অভিযোগ।  

শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা, সরু সড়ক, বৈধ-অবৈধ ব্যাটারিচালিত অটো-রিক্সাকে জটের জন্য দায়ি করেন।

জেলার জনউদ্যোগ আহ্বায়ক নজরুল ইসলাম চুন্নু বলেন, ‘নগরীর ব্যস্ততম বণিজ্যিক এলাকা গাঙ্গিনারপাড়। এখান থেকে স্টেশন রোড পর্যন্ত নিয়ম করে যানজট লাগা নিত্যদিনের ঘটনা।’ 

এছাড়াও কমপক্ষে ১০টি স্পটে এরকম যানজট হচ্ছে বলেও তিনি জানান।

জেলার নাগরিক আন্দোলনের সভাপতি আনিসুর রহমান খান সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশকে এ ব্যাপারে দায়ি করে ক্ষোভ প্রকাশ করেন।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম শহরের যানজট সমস্যার কথা স্বীকার করে বলেন, ইজিবাইকের ফলে এ যানজটের সৃষ্টি। এ সমস্যার সমাধানে সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে, চাইতে হবে সমাধান।

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com