বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিরাপদ সড়ক ও ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ

বৃহস্পতিবার সকালে নয় দফা দাবি বাস্তবায়নে এই বিক্ষোভ সমাবেশ হয়।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে নৌমন্ত্রী শাহাজাহান খানের পদত্যাগ দাবি করে।

এদিকে নিরাপদ সড়ক, দোষী চালকের ফাঁসি ও শিক্ষার্থীদের বাস ভাড়া অর্ধেক করার দাবি নিয়ে কুষ্টিয়ায় মানব বন্ধন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের মজমপুর গেটে এ মানববন্ধন হয়।

স্কুল, কলেজ বন্ধ ঘোষণার পরও কুষ্টিয়া শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

উল্লেখ্য রোববার ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। বিক্ষোভ কর্মসূচী থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করে কয়েকদফা দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com