বনায়ন সৃষ্টি ও পুষ্টি মেটাতে বগুড়ায় বৃক্ষমেলা (ভিডিওসহ)

সারাদেশের মতো বগুড়াতেও হয়ে গেল ফলদ বৃক্ষমেলা।
বনায়ন সৃষ্টি ও পুষ্টি মেটাতে বগুড়ায় বৃক্ষমেলা (ভিডিওসহ)

‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ ধ্বনিতে মঙ্গলবার জেলার কাহালু উপজেলাতে এ মেলা শেষ হলো।  

মেলায় আম, জাম, কাঠাল, লিচু, কমলা, পেয়ারা, সফেদা, বাদাম, জামরুলসহ বিভিন্ন জাতের দেশি-বিদেশি এবং উন্নত জাতের ফল, ফুল ও ভেষজ উদ্ভিদ পাওয়া গেছে। 

শিক্ষার্থীরা এত কম দামে গাছ পেয়ে খুব খুশি। তাদের বাড়ির পাশে, স্কুলে আর অন্য ফাঁকা জায়গায় গাছগুলি লাগাতে চায় তারা।

এক নার্সারি মালিক জানান, স্কুলের ছাত্ররাই গাছ বেশি কিনছে। তাদের জন্যই ব্যবসা ভালো হচ্ছে।

স্কুল ছুটির পর বৃষ্টি হলে বিক্রি একটু কম হয় কারণ তখন ছাত্রছাত্রীরা আসতে পারে না বলে অপর নার্সারি মালিক জানান।

কৃষি কর্মকর্তা মো. আখেরুর রহমান বলেন, ‘মেলার উদ্দেশ্য হলো ফলজাতীয় বৃক্ষকে সাধারণ জনগণের কাছে সহজলভ্য করা।’

ফলদ বৃক্ষমেলা সাধারণ মানুষের পুষ্টিগুণ পূরণ করবে আর এতে করে বনায়নও হচ্ছে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরাফাত রহমান।  

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাহমুদা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করা হয়।

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com