মৌলভীবাজারে দুর্গম এলাকার শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ (ভিডিওসহ)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে গৃহীত “বিশেষ এলাকার জন্য সহায়তা” শীর্ষক কর্মসূচি আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ এবং সাইকেল বিতরণ করা হয়েছে।
মৌলভীবাজারে দুর্গম এলাকার শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ (ভিডিওসহ)

সম্প্রতি উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ছাত্রছাত্রী থেকে মনোনীত ২৫০ ছাত্র-ছাত্রীদের মধ্যে একশ জন ছাত্রছাত্রীকে শিক্ষা উপকরণ হিসেবে ব্যাগ, ডায়েরি এবং অভিধান প্রদান করা হয়। এছাড়া আরও ১০০ জনকে আড়াই হাজার করে টাকা করে দেওয়া হয়। যাতায়াতের সুবিধার জন্য বাকি ৫০ জন ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হয়েছে।

কথা হয় দুর্গম এলাকার ছাত্রীদের সঙ্গে। তারা জানায়, সাইকেল পাওয়ায় তারা এখন নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারবে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com