৩০ লাখ শহীদের স্মরণে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি

৩০ লাখ শহীদের স্মরণে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি

সারা দেশের মতো বাগেরহাট ও গাইবান্ধাতেও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ বীর শহীদের স্মরণে দেশজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ লাখ বৃক্ষরোপণের কমর্সূচি গ্রহণ করেছে সরকার।

এরই অংশ হিসাবে বুধবার বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এসময় একশ ১০টি বৃক্ষরোপন করা হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন হাওলাদার, সহকারী প্রধান শিক্ষক আমজাদ হুসাইন এবং কৃষি শিক্ষক আবু মুসা খান এবং অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক শিক্ষার্থীদের গাছ লাগানোর জন্য উৎসাহিত করেন।

প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে ধন্যবাদ জানিয়ে তিনি হ্যালোকে বলেন, "গাছ আমাদের পরিবেশের জন্য অতি গুরুত্বপূর্ণ। তাই বেশি বেশি করে গাছ লাগাতে হবে।”

একইভাবে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসুচি পালিত হয়েছে।

উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা নির্বাহী কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়া।

তিনি বলেন, “মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন ৩০ লক্ষ শহীদ। তাদের প্রতি সম্মান জানাতে এ কর্মসূচির আয়োজন।”

Related Stories

No stories found.
bdnews24
bangla.bdnews24.com