গ্রামের মাঠেও গড়াচ্ছে ফুটবল (ভিডিওসহ)

টিভিতে বিশ্বকাপ ফুটবলের মাতামাতির মাঝে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়ান গ্রামে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করেছে তরুণরা ।
গ্রামের মাঠেও গড়াচ্ছে ফুটবল (ভিডিওসহ)

তরুণদের সাথে কথা হয় হ্যালোর। রায়হান হোসেন নামের একজন বলেন, "আমাদের গ্রামে প্রতিবছর একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এটা আমাদের গ্রামের ঐতিহ্য হয়ে গেছে।”

খেলাধুলায় থাকলে যুব সমাজ মাদক থেকে দূরে থাকে বলে মনে করেন তিনি।

শুভ আহমেদ নামের আরেক তরুণ বলেন, “গ্রামের সবাই মিলে ফুটবল খেলে। অনেক মজা করি এবং আশাকরি আগামী দিনেও এই ফুটবল খেলা অব্যাহত থাকবে।”

বড়দের ফুটবল খেলা দেখে মজা পায় বলে জানায় তৃতীয় শ্রেণি পড়ুয়া তানজিম সাইফ।

দ্বাদশ শ্রেণির রায়হান বলে, "প্রতি বছরের মতো এবারও জমজমাট ফুটবল খেলছি, আজ অনেক মজা করছি সবাই।”

প্রতিপক্ষকে গোল দিয়ে উচ্ছ্বসিত বাহার তালুকদার হ্যালোকে বলে, “আমরা পাঁচ গোল দিয়েছি। এখন হাফ টাইম চলছে। আশা করি আরো গোল হবে।"

এইদিনের অপেক্ষায় থাকে শেফালী বেগম। তিনি বলে, "গ্রামের সবাই আসে এবং এক সাথে খেলে বা খেলা দেখে। সত্যিই ব্যাপারটা আমার কাছে আনন্দের।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com