বিদ্যালয় মাঠে ধান মাড়াই, পাঠদান ব্যাহত (ভিডিওসহ)

ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ ভেলাজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে ধান মাড়াই করায় মাঠে খেলাধুলা করতে পারছে না শিক্ষার্থীরা। পাশাপাশি ধান মাড়াইয়ের মেশিনের প্রচণ্ড শব্দে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম।
বিদ্যালয় মাঠে ধান মাড়াই, পাঠদান ব্যাহত (ভিডিওসহ)

ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয় ভবনের বাম পাশে মাঠে ধান স্তুপ করে রাখা রয়েছে। বিদ্যালয় প্রবেশ পথে শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র বসিয়ে ধান মাড়াই করা হচ্ছে। এতে সৃষ্টি হচ্ছে বিকট শব্দ। সেই সাথে ধানের চিটা ও খড়ের গুঁড়া উড়ে পুরো বিদ্যালয় এলাকায় ছড়িয়ে পড়ছে।

স্থানীয়রা জানান, গত এক মাস ধরে স্থানীয় তকিবুল ইসলাম, মাজহারুল ইসলাম, মকলেস, মকসেদুল ইসলাম, বিউটি সহ অনেকেই বিদ্যালয় মাঠেই যন্ত্র বসিয়ে ধান মাড়াই করছে। স্থানীয়রা অনেকবার বাঁধা দিয়েছে, কিন্তু কোন লাভ হয়নি।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী নাসরিন খাতুন বলে, “মাঠে খেলাধুলা করা যায় না এবং বিকট শব্দের কারণে ক্লাসে শিক্ষকের কথা ঠিকমত শোনা যায় না।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঞ্জুমান আক্তার ও ফিরোজা আক্তার বলেন, স্থানীয়রা বিদ্যালয়ের মাঠে যন্ত্র বসিয়ে ধান মাড়াই করছে। বিকট শব্দের কারণে ক্লাস নিতে তাদের সমস্যা হচ্ছে। বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাদের জানানোর পরও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী বলেন, “বিদ্যালয় মাঠে ধান মাড়াইয়ের বিষয়টি শুনেছি; এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com