বাউল শিল্পী সোহরাব (ভিডিওসহ)

ঝালকাঠির বাউল শিল্পী সোহরাব। সমাজ উন্নয়নে যিনি লিখেছেন অসংখ্য গান। নিজের লেখা গান নিজেই সুর করে গাইছেন তিনি।
বাউল শিল্পী সোহরাব (ভিডিওসহ)

হাট বাজার থেকে বেতারে তার গাওয়া গান সমাজ পরিবর্তনে ভূমিকা রাখছেন বলে এলাকাবাসী জানান।

গান ছাড়াও বাঁশিতে অসাধারণ সুর তোলেন তিনি।

ঝালকাঠি সদর উপজেলার বারুহার গ্রামের মৃত ফজলে আলী হাওলাদারে ছেলে বাউল শিল্পী সোহরাব হোসেন। তার বয়স আনুমানিক ৫৫ বছর হবে।

জীবিকার তাগিদে ৪০ বছর ধরে তিনি ফুটপাতে ভেষজ ঔষধ বিক্রি করেন।

আর মনের খোড়াক জোগাতে গান লিখে নিজেই সুর করে গাইছেন বলে জানান।

বাবা ফজলে আলীর কাছে গানের হাতেখড়ি সেই শৈশবে। বাউল সোহরাব এখন দেশের ভিভিন্ন অঞ্চলে বেশ সমাদরে নানা অনুষ্ঠান আয়োজনে গান গাইতে ডাক পান। কিছু পয়সাকড়িও মেলে। বরিশাল বেতারেও তিনি নেজের লেখা গান পরিবেশন করে যাচ্ছেন।

হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান নিজের সংসারের সীমাহীন দারিদ্রের দারিদ্র্যের কথা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com