ধুনটে ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা (ভিডিওসহ)

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে প্রতাপ খাদুলির খাল পারে অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপি  ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 
ধুনটে ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা (ভিডিওসহ)

সোমবার থেকে শুরু করে বুধবার পার্যন্ত  চলে এ ভেলা বাইচ  প্রতিযোগিতা। বাইচের আনন্দ উপভোগ করতে আশপাশের গ্রামসহ উপজেলার বিভিন্ন বয়সী মানুষ ভিড় করে।

প্রতিবছরই বর্ষা মৌসুমে ঐতিহ্য ধরে রাখতে গ্রামবাসী আয়োজন করে  ভেলা বাইচ প্রতিযোগিতা। ভেলা বাইচ দেখতে এসে মামুন বলেন, “আমি গত তিন বছর যাবত এটা দেখতে আসি। পাশে মেলা বসে।”

প্রতিযোগিতায় অংশ নেওয়া একজন বলেন, “আমরা প্রতি বছর এ ভেলা বাইচে অংশ নেই। এতে আমরা অনেক আনন্দ পাই।”

আয়োজক কমিটি শফিকুল ইসলাম হ্যালোকে বলেন, “আগামীতেও এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো।”

বাইচে তিন পর্বে প্রতিযোগিতায় ২০ টি দল ভেলা নিয়ে অংশ নেয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com