হাওরে ঈদ আমেজ (ভিডিওসহ)

গেল বছর অকাল বন্যায় নেত্রকোণার হাওরাঞ্চলে ঈদ আনন্দ চাপা পড়ে গেলেও এবার বোরোর বাম্পার ফলনে ঈদ এসেছে ঘরে ঘরে।
হাওরে ঈদ আমেজ (ভিডিওসহ)

নেত্রকোণার হাওরাঞ্চল মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলায় ঈদ কেনাকাটার শেষ সময়ে জমে উঠেছে বিপণি বিতানগুলো

মদন উপজেলা সদরের বাসিন্দা নুরুল ইসলাম রুনো বলেন, “পোশাক, প্রসাধনী, জুতার দোকান থেকে শুরু করে দর্জির দোকানগুলোতে উপচে পড়া ভিড়।

দোকানগুলোতে নতুন নতুন নকশার পোশাক বিক্রি করছেন ব্যবসায়ীরা।

মদনের জাহাঙ্গীরপুর গ্রামের কৃষক আব্দুর রহমান বলেন, “গত বছর দুর্যোগে ফসল ঘরে তুলতে না পারায় ঈদ মাটি হয়েছিল। এবার ভালো ফলন ঈদে বাড়তি আনন্দ যোগ করেছে।”

ছেলে ও মেয়েকে নতুন জামা কিনে দিয়েছএন। স্ত্রী ও নিজের জন্য নতুন শাড়ি ও পাঞ্জাবী কেনা হয়েছে বলে জানান তিনি।

মোহনগঞ্জ উপজেলা সদরের দোকানী দ্বীন ইসলাম জানান, “দোকান খোলা থাকছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত। ভালো বেচাকেনা হচ্ছে।”

গত চার পাঁচ বছরের তুলনায় এবার বেচাকেনা ভালো হচ্ছে বলে জানান তিনি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com