জলাতঙ্ক রোধে কুকুরকে টিকাদান (ভিডিওসহ)

নেত্রকোণায় জলাতংক রোগ নির্মূলে কুকুরকে টিকা দেওয়া হয়েছে।
জলাতঙ্ক রোধে কুকুরকে টিকাদান (ভিডিওসহ)

সোমবার জেলা স্বাস্থ্য বিভাগ, প্রাণিসম্পদ বিভাগ ও স্থানীয় সরকারের আয়োজনে এই কর্মসূচি শেষ হয়।

কর্মসূচির নেত্রকোণা জেলা সুপারভাইজার এইচএমএস তারিফ জানান, জেলায় সাড়ে ২২ হাজার  কুকুর রয়েছে। এর মধ্যে শনিবার নাগাদ ১৪ হাজার নয়শ ৫০টি কুকুরকে টিকা দেওয়া হয়েছে।

পশু চিকিৎসক কামরুল ইসলাম ও আল হেলাল মন্ডলের নেতৃত্বে পাঁচ জনের একেকটি দল জেলা জুড়ে টিকা দেওয়ার কাজ করছে। রাস্তায়, গ্রামে, শহরের পাড়ায় পাড়ায় গিয়ে টিকা দেওয়া কুকুরকে লাল রঙ দিয়ে চিহ্নিত করা হচ্ছে।

জেলা সুপারভাইজার জানান, এ বছর ৮০ ভাগ থেকে ৯০ ভাগ কুকুরকে টিকাদানের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এই কর্মসূচি পরপর তিন বছর চলবে।

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com