গরমে বাড়ছে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া (ভিডিওসহ)

প্রচণ্ড গরমের কারণে ঠাকুরগাঁওয়ের শিশুরা নিউমোনিয়া-ডায়রিয়াসহ নানা পেটের পীড়ায় হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন।
গরমে বাড়ছে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া (ভিডিওসহ)

বুধবার দুপুরে জেলার আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ৭৭জন শিশু নিউমোনিয়া-ডায়রিয়াসহ পেটের অন্য পীড়ায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতখামার এলাকা থেকে দুই মাস বয়সের শিশুসন্তান মোস্তাফিজুরকে নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন কুলসুম আক্তার। তিনি জানান, ডায়রিয়া হয়েছে তাই ছেলেকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। ছেলের চিকিৎসা চলছে।    

পীরগঞ্জ উপজেলার ভান্ডারা গ্রামের গৃহবধু মৌসুমী আক্তার তার তিন মাস বয়সী ছেলে মুজাহিতকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। তিনি বলেন, এ গরমে তার ছেলে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছে।   

হাসপাতালের শিশু ওয়ার্ডের ইনচার্জ সন্ধ্যা রাণী বলেন, তীব্র গরমে হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বেড়েছে। এদের মধ্যে অধিকাংশই নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত। পাশাপাশি গরমে ঘেমে একধরনের অ্যাজমা ও পেটের পীড়ায় আক্রান্ত শিশুরাও আছে।

গত তিনদিনে তারা প্রায় দুইশ’ রোগিকে চিকিৎসা দিয়েছেন বলে জানান তিনি। 

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com