ডিজিটাল হাজিরায় স্কুলে বেড়েছে উপস্থিতি (ভিডিওসহ) 

সাতক্ষীরায় প্রাথমিকস্তর থেকে ডিজিটাল ডিভাইস ব্যবহারের সাথে পরিচিত করতে প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ডিজিটাল হাজিরায় স্কুলে বেড়েছে উপস্থিতি (ভিডিওসহ) 

এতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হাজিরা নিশ্চিতকরণের পাশাপাশি শতভাগ উপস্থিতিও নিশ্চিত হচ্ছে।

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঈদ গাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইফুল্লাহ আল তারিক বলেন, “ডিজিটাল হাজিরার ব্যবস্থায় শিক্ষকরাও আসছেন যথাসময়ে।”

ঝরে পড়া রোধে গত বছরের ২৩ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে দেবহাটায় ডিজিটাল হাজিরা উদ্বোধন হয়।

বিদ্যালয়ের শিক্ষার্থী মাহমাদুল্লাহ বলে, “প্রথমে ডিজিটাল হাজিরা দিতে ভয় পেতাম আমরা। এখন নিজেরাই হাজিরা দিতে পারি।

“এমন কী সকাল হলে ডিজিটাল হাজিরা প্রদানের আনন্দে সঠিক সময়ে বিদ্যালয়ে আসি।”

আরেক শিক্ষার্থী বলে, “হাজিরা দিলে আমাদেরকে ‘থ্যাঙ্ক ইউ’ বলা হয়। এটা ভালো লাগে।”

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, “শিশু মনে সবসময় প্রযুক্তিগত আগ্রহ দেখা যায়। ফলে ডিজিটাল হাজিরার এই ইতিবাচক উদ্যোগে কাংখিত ফলাফল লক্ষ্য করা গেছে। এটি পর্যায়ক্রমে জেলার সর্বত্র ছড়িয়ে দেওয়া হবে।”

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com