মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী (ভিডিওসহ)

মৌলভীবাজারের শ্রীমঙ্গল গ্র্যান্ড সেলিম অডিটরিয়ামে ১০ দিন ব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী (ভিডিওসহ)

সোমবার দুপুরে গ্র্যান্ড সেলিম রিসোর্টের সহযোগিতায় সাংবাদিক বিকুল চক্রবর্তী সংগৃহীত মুক্তিযুদ্ধের এ স্মারক ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

এসময় কমলগঞ্জের দেওড়াছড়া বধ্যভুমি সংরক্ষণ করে স্মৃতিস্তম্ভ স্থাপনের জন্য রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুলকে সম্মাননা দেয়া হয়।

এর আগে আমন্ত্রিতরা প্রদর্শনী ঘুরে দেখেন।

প্রর্দশনীতে প্রায় আড়াইশ ছবি ও শহীদদের ব্যবহৃত বিভিন্ন স্মৃতি স্মারক রয়েছে।

প্রদর্শনীটি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীর আয়োজক বিকুল চক্রবতী বলেন, “স্বাধীনতার ৪৭ বছরে মৌলভীবাজার জেলার মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস ইতিমধ্যে হারিয়ে যাওযার পথে।”

তিনি জানান, এ প্রজন্মের তরুণদের নিয়ে তথ্যচিত্র সংগ্রহ করে তা প্রর্দশনীর মাধ্যমে নতুন প্রজন্মকে জানানোর কাজ করছেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com