লেগুনা চালকের আসনে কিশোর, ঝুঁকিতে ঢাকার সড়ক (ভিডিওসহ)

রাজধানীতে বিভিন্ন রুটে গণপরিবহন চালাচ্ছে অনেক কিশোর। এতে ঢাকার সড়কে সৃষ্টি হচ্ছে বাড়তি ঝুঁকি।
লেগুনা চালকের আসনে কিশোর, ঝুঁকিতে ঢাকার সড়ক (ভিডিওসহ)

চালকের পাশাপাশি লেগুনার সহকারী হিসেবে কাজ করছে তাদের চেয়ে আরও কম বয়সের শিশুরা।

সংসারে টাকার জোগান দিতেই এসব শিশু-কিশোর এই পেশা বেছে নিয়েছে।

তারা হ্যালোকে জানায়, অল্প কয়েকদিন হেল্পারের কাজ করার পর ড্রাইভারি করে উপার্জন করবে অনেক টাকা।

এক শিশু হ্যালোকে বলে, “আমার বাবা নাই। আমি লেগুনা হেল্পারি কইরা মায়ের সংসার চালাই। আমি একদিন ড্রাইভারি কইরা অনেক টাকা উপার্জন করমু।”

অপ্রাপ্তবয়স্ক এক চালক জানায়, তার পরিবারের অনেক অভাব। সংসার চালাতে কষ্ট হয়। তাই ‘ড্রাইভারি’ করে সে।

অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সেবিহীন এসব চালকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে হ্যালোকে জানিয়েছেন ট্রাফিক পুলিস, মো. শাহিন।

তিনি বলেন, “প্রতিদিনই বেশ কয়েকজন অপ্রাপ্তবয়স্ক ড্রাইভার এবং লাইসেন্সহীন ড্রাইভারকে গ্রেপ্তার করা হচ্ছে।”

বৈধ লাইসেন্সবিহীন উপযুক্ত প্রশিক্ষণহীন এসব শিশু-কিশোর গণপরিবহন চালানোয় ঢাকার সড়কে যোগ হচ্ছে বাড়তি ঝুঁকি। প্রায়ই ঘটছে অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা।

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com