ক্ষেতে পোকার আক্রমণ, শঙ্কিত কৃষক

বগুড়ার ধুনট উপজেলার ইরি ধান ক্ষেতে  বিএলবি পোকার আক্রমণ দেখা দিয়েছে।
ক্ষেতে পোকার আক্রমণ, শঙ্কিত কৃষক

এতে ফলন কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

জানা গেছে, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ধুনটে ইরি ধানের ভালো ফলনের আশা করা হচ্ছে। কিন্তু সব পোকার আক্রমণে সে সম্ভাবনা কমে যেতে পারে বলে মনে করেন কৃষকরা।

উপজেলার মথুরাপুর ইউনিয়নের মধুপুর গ্রামের কৃষক আব্দুস শহীদ জানান, ১৮ কাঠা জমিতে ব্রি-৪৯ আমন ধানের চাষ করেছেন।

ধুনটের জোরশিমুল ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মিঠু বলেন, “এটি একটি ব্যাকটেরিয়ার আক্রমণ। এ ব্যাকটেরিয়ার নাম বিএলবি এ রোগের তাৎক্ষণিক ব্যবস্থা নিলে তেমন কোন ক্ষতি হবে না।

এ রোগ  ঠেকাতে ড্রাম প্রতি দুশ গ্রাম এবং বিঘা প্রতি ছয়শ গ্রাম পটাশ স্প্রে করতে হবে বলে জানান তিনি।

ধুনট উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, “এ আক্রমণে ধানের তেমন কোনো ক্ষতি হবে না। আমরা দেখেছি কয়েকটি ক্ষেতে পোকার আক্রমণ হয়েছে। এতে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি।” 

তিনি আরো বলেন, “দিনে গরম আর রাতে ঠাণ্ডার কারণে এমন হচ্ছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com