‘জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা’

বরিশাল বিভাগীয় কমিশনার অফিস ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় ও বিভিন্ন জেলা থেকে তরুণদের অংশ গ্রহণে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত অভিজ্ঞতা বিনিয়ম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‘জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা’

মঙ্গলবার "জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ঝুকিতে শিশুরা"-ইউনিসেফ। 

বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। বাংলাদেশের প্রায় তিন কোটি মানুষ জলবায়ু বিপর্যয়ের শিকার এবং প্রতি বছর ৫০ হাজার থেকে দুই লক্ষ মানুষ নদী ভাঙ্গনের ফলে বাস্তুচ্যুত হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে শিশুদের পঙ্গুত্ব, উচ্চতা বৃদ্ধিতে প্রভাব, অধিক মাইগ্রেশন, অতিবৃষ্টি, অসময়ে বৃষ্টিপাত, নদী ভাঙন, মাছের প্রজাতি হ্রাস, বন্য পশুদের  ঝুঁকি নিয়ে আলোচনা করা হয়।

অভিজ্ঞতা বিনিময় পর্বের পর তরুণদের মতামত নেয়া হয়। এতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি তরুণদের শতভাগ অংশগ্রহণের বিষয়টি উঠে আসে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com