Published: 2018-03-17 20:49:57.0 BdST Updated: 2018-03-17 20:52:24.0 BdST
“জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ-” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়।
ফায়ার সার্ভিস এবং যুব রেড ক্রিসেন্ট শেরপুর ইউনিটের অংশগ্রহণে দুর্যোগের উপর মহড়া প্রদর্শন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভাও হয়।
গরমে অসুস্থ হচ্ছে শেরপুরের শিশুরা (ভিডিওসহ)
গরম পড়তে না পড়তেই নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে শিশুরা।
হারিয়ে যাচ্ছে মৃৎ শিল্প (ভিডিওসহ)
মৃৎ শিল্প বাঙালির শত বছরের পুরনো ঐতিহ্য। মৃৎ শিল্প বলতে বোঝানো হয় মাটির তৈরি সুন্দর ও সৃষ্টিশীল উপাদান। বাঙালির জীবনে এটি বিরাট ঐতিহ্য বহন করে। কিন্তু কালক্রমে হারিয়ে যেতে বসেছে এই শিল্পের প্রসার।
পড়ার খরচ যোগাতে ইট ভাটায় শিশু (ভিডিওসহ)
ইটভাটায় কাজ করে নিজেদের লেখাপড়ার খরচ চালাচ্ছে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরের কয়েকজন শিশু।