বাগেরহাটের মধ্যসাউখখালী প্রাথমিকে নাই পানির ব্যবস্থা (ভিডিওসহ)

বাগেরহাটের মধ্যসাউখখালী প্রাথমিক কাম ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলিতে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট রয়েছে বলে অভিযোগ করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।
বাগেরহাটের মধ্যসাউখখালী প্রাথমিকে নাই পানির ব্যবস্থা (ভিডিওসহ)

জানা যায়, বিদ্যালয়ে পানির লাইন, উন্নত স্যানিটেশন ব্যবস্থা থাকলেও শুধুমাত্র পানি না থাকায় এগুলোর সঠিক ব্যবহার হচ্ছে না।

শিক্ষার্থীরা জানায়, বিশুদ্ধ পানি না থাকায় স্কুল চলাকালীন সময়ে তারা পানিও খেতে পারে না। এছাড়া পানির ব্যবস্থা না থাকায় শৌচাগারে যাওয়াও সম্ভব হয় না।

শিক্ষকরা জানান, পানি না থাকায় ছোট বাচ্চারা শৌচাগারটি নোংরা করে ফেলে। এরপর অন্য জায়গা থেকে পানি টেনে এনে এসব পরিষ্কার করতে হয়।

বিশুদ্ধ খাবার পানি ও স্যানিটেশন ব্যবস্থা না থাকার কথা স্বীকার করে বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, “সামনে আমরা কিছু সংস্কারের কাজ করব। তখন এগুলি ঠিক করা হবে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com