বস্তির ঝুপড়িতেই কাটা হচ্ছে নবজাতকের নাড়ি (ভিডিওসহ)

ঢাকার কড়াইল বস্তিতে প্রায় তিনশ পরিবারের অধিকাংশ শিশুর জন্মের সময় বাড়িতেই সন্তান জন্মদান ও নাড়ি কাটার মতো স্পর্শকাতর কাজগুলো নিজেরাই করেন বলে জানান মায়েরা।
বস্তির ঝুপড়িতেই কাটা হচ্ছে নবজাতকের নাড়ি (ভিডিওসহ)

সম্প্রতি একজন মা হ্যালোকে বলেন, ‘ভোর সাড়ে তিনটার দিকে নরমাল ডেলিভারি হইছে। নাভি আমিই কাটছি।’  

মায়েরা বলছেন, এই ছোট ঘর আর গাদাগাদি পরিবেশের মধ্যেও শিশুকে পরিষ্কার রাখতে চেষ্টা করেন তারা।  

শিশুর অসুখ বিসুখ সারাতে ঝাড়ফুঁকেও বিশ্বাস করেন এখানকার মানুষজন। শিশুর সুস্থতার জন্য অনেকেই ছোটেন কবিরাজের কাছে।

তবে একজন অভিভাবক জানান, ‘কবিরাজি চিকিৎসা করে শিশু সুস্থ হয়নি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com