নবজাতক, বিশ্বাসে ভর করে পরিচর্যা (ভিডিওসহ)

এখনও কুসংস্কার আর নিজেদের বিশ্বাস থেকে নবজাতকের যত্ন নেওয়া হচ্ছে।
নবজাতক, বিশ্বাসে ভর করে পরিচর্যা (ভিডিওসহ)

নুপুরের ছেলে নুরুন্নবীর বয়স আট দিন। বালা মছিবত থেকে দূরে রাখতে ছেলের কপালে নিয়মিত কালো ফোঁটা দিয়ে রাখেন তিনি। এতে করে নবজাতকের রোগবালাই কিংবা কোনো বদনজর লাগবে না বলে তাদের ধারণা।

শুধু তাই নয় প্রতিবেদনটি করতে গিয়ে প্রতিবেদককে রীতিমত হাত, পা এমনকি ক্যামেরাও আগুনে সেঁকে ঘরে ঢুকতে হয়েছে।

এ বিষয়ে নূপুর বলেন, “দূরে থেকে আসে তো, সাথে কিছু আসে নাকি এজন্য সেঁকা দিয়ে আসাই ভালো।”

জন্মের সময় নুরুন্নবীর ওজন ছিল দুই কেজি ৯০০ গ্রাম।

নূপুর বলে, “আমার আম্মুই তার যত্ন করে। আম্মু যেভাবে দেখায়া দিতেছে সেভাবেই করতেছি। পাঁচ মিনিট পর পর খাওয়াই। এখন সে সুস্থ আছে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com