শৈশবের খেলা ডাংগুলি

গ্রামে জন্ম নিয়েছে অথচ ডাংগুলি খেলেনি এ সংখ্যা খুব কম। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খেলা এটি।
শৈশবের খেলা ডাংগুলি

বাংলাদেশের অঞ্চলভেদে খেলাটি ড্যাংবাডি, গুটবাডি, ট্যামডাং, ভ্যাটাডান্ডা ইত্যাদি নামে পরিচিত। ডাংগুলি বাংলার সর্বাঞ্চলীয় একটি জনপ্রিয় খেলা।

গ্রামাঞ্চলের অনেক শিশুর দিনের অর্ধেক সময় কাটে ডাংগুলি খেলে।

অনেক সময় এ নিয়ে আব্বা আম্মার কাছে শাস্তিও পেতে হয় অনেককে।

সাতক্ষীরার কলারোয়ার চন্দনপুর বেড়াতে গিয়ে দেখা গেল ডাংগুলি খেলার এক আনন্দ উৎসব। পনের কুড়িজন শিশু কিশোর মিলে ডাংগুলি খেলছে আনন্দে।

চন্দনপুরের রাশেদ ও সজীবের সাথে কথা বললে তারা জানায়, খেলার উপকরণ দু'টি। একটি দেড় থেকে দুই ফুট লম্বা লাঠি অপরটি গুলি। প্রায় দুই ইঞ্চি লম্বা এই ছোট লাঠি যার দুই প্রান্ত কিছুটা সূঁচালো করা থাকে। প্রথমটিকে ডাণ্ডা ও দ্বিতীয়টিকে গুলি বা ফুত্তি বলা হয়। দুই থেকে পাঁচ-ছয়জন করে দুই দলে বিভক্ত হয়ে এটি খেলতে পারে।

এলাকাভেদে নানা নিয়মেও খেলা হয়ে থাকে। তবে যেখানে যে নিয়মে খেলা হোক না কেন এটি যে তুমুল আনন্দের একটি খেলা সে কথাই জানালো সব শিশুকিশোররা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com