নেত্রকোণার হাসপাতালে নবজাতকের উন্নত চিকিৎসা (ভিডিওসহ)

নেত্রকোণায় নবজাতকদের জন্য উন্নত চিকিৎসায় বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলার সদর হাসপাতালের চিকিৎসক।
নেত্রকোণার হাসপাতালে নবজাতকের উন্নত চিকিৎসা (ভিডিওসহ)

নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ইউনিসেফের সহযোগিতায় মা ও শিশু ওয়ার্ডের ভেতরে খোলা হয়েছে স্পেশাল কেয়ার নিওনেটাল ইউনিট (এসকেএনইউ) নামের একটি ওয়ার্ড।  

তারা আরও জানান, একশ শয্যার এ হাসপাতালে, জন্মের পর থেকে ২৮ দিন বয়সী শিশুদের রোগ নিরাময়ে দেয়া হচ্ছে উন্নত চিকিৎসা।

১২ দিন আগে জন্মানো খুব কম ওজনের শিশুটির নানী নেত্রকোণা সদর উপজেলার বর্শিকূড়া গ্রামের সাহানা আক্তার জানান, ওয়ার্ডটি না থাকলে টাকার অভাবে ঢাকা বা ময়মনসিংহে নিয়ে চিকিৎসা করানো সম্ভব হতো না।

সদর উপজেলার দাপুনিযা গ্রামের অঞ্জনা আক্তারের নাতি শ্বাসকষ্টে ভুগছে। বয়স চারদিন। তিনি জানালেন, শিশুর উন্নত চিকিৎসা চলছে।

জ্যেষ্ঠ সেবিকা শাহিনা আক্তার বলেন, বিশেষ যত্ন সহকারে শিশুদের এখানে উন্নতমানের চিকিৎসায় শিশুরা সুস্থ হলে মায়ের মুখের হাসি দেখতে ভালো লাগে তার।

ইউনিটটির বিশেষজ্ঞ চিকিৎসক ডা. নজরুল ইসলাম ফকির জানান, ইউনিটটি চালু হওয়ায় বিশেষ করে গরিব শিশুরা পাচ্ছে উন্নত চিকিৎসা। তা না হলে শিশুরা হয় মারা যেত বা রেফার্ড করে দিতে হতো ময়মনসিংহে।

২০১৪ সালের অক্টোবরে ২০ শয্যার দুই ইউনিটের এ ওয়ার্ডটিকে উন্নতভাবে তৈরি করা হয়েছে।

সেই সময় থেকে যেসব শিশু জটিল রোগে আক্রান্ত হয় তাদেরকে এখানে রেখে বিশেষ তদারকিতে চিকিৎসাসেবা দেযা হয়।

শ্বাসকষ্ট জনিত রোগ, ওজন কম হওয়া, জন্ডিস ও সংক্রামক বেশিরভাগ শিশুকে চিকিৎসা দেয়া হয় এই ওয়ার্ডটিতে।

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com