ঐতিহ্যের সেমাই পিঠা (ভিডিওসহ)

পিঠা কে না ভালোবাসে? আমাদের দেশে নানা নামের বাহারি সব পিঠা তৈরি হয় গ্রামবাংলায়। স্বাদেরও আছে বৈচিত্র। আবার এক এক এলাকায় রয়েছে বিশেষ ধরনের কিছু পিঠা। সেমাই পিঠা তেমনই একটি খাবার।
ঐতিহ্যের সেমাই পিঠা (ভিডিওসহ)

বাগেরহাট অঞ্চলের মানুষের কাছে বহুল পরিচিত সেমাই পিঠা। পিঠা নাম হলেও এটি কিন্তু কেবল নাস্তা বা হালকা খাবার নয়। সাধারণভাবে এই অঞ্চলের মানুষ ভাতের বিকল্প হিসেবে দুপুরে ও রাতের খাবারে সেমাই পিঠা খেয়ে থাকেন। হাঁস ও মুরগীর মাংস ঝোল করে রান্না করা হয় এই পিঠার সংগে খাওয়ার জন্য।

এই পিঠা তৈরি হয় আতপ চালের গুঁড়া দিয়ে। চালের গুঁড়া ফুটানো পানিতে সেদ্ধ করে হাতে ঘোরানো ছোট আকারের পিতলের কলের সাহায্যে তৈরি করা হয় এই পিঠা। তারপর ভাপা পিঠার মত গরম পানির ভাপে সিদ্ধ করলে তৈরি হয়ে যায় সেমাই পিঠা।

সেমাই পিঠা আনুমানিক ৪০ বা ৪২ বছর ধরেই পিতলের তৈরি এই কলের সাহায্যে তৈরি করা হয়। তার আগে এই অঞ্চলে সেমাই পিঠা শুধু হাতেই তৈরি করা হতো।

অতিথি আপ্যায়নসহ যে কোনো উৎসবে বাগেরহাট অঞ্চলের মানুষেরা তৈরি করে এই পিঠা। বাগেরহাট অঞ্চলের মানুষের খুবই পছন্দের খাবার এই সেমাই পিঠা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com