চিকিৎসক নাই বাগেরহাটের শিশু পরিবারে (ভিডিওসহ)

বাগেরহাটের সরকারি শিশু পরিবারে প্রায় এক বছর ধরে চিকিৎসক নাই। সেই সাথে সংকট রয়েছে আরও।
চিকিৎসক নাই বাগেরহাটের শিশু পরিবারে (ভিডিওসহ)

জেলার সদর উপজেলায় পচা দীঘির পাড়ে এক একরেরও বেশি জায়গার ওপর বালিকাদের জন্য সরকারি এ শিশুপরিবারে চিকিৎসক নাই বলে হ্যালোকে জানিয়েছেন পরিবারের দায়িত্বপ্রাপ্ত নিগার সুলতানা।

তিনি জানান, পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়লে সমস্যায় পড়তে হয় দায়িত্বপ্রাপ্তদের।

পানির সংকট ও খেলার মাঠ নিয়েও অভিযোগ এনেছেন কর্মীরা।

পানির লাইন পুরনো হওয়ায় গোসল ও খাবার পানির জন্য যে পরিমান পানি দরকার, তা পাচ্ছে না সদস্যারা। পানি আনতে যেতে হয় আশেপাশের নলকূপ ও পুকুর থেকে।   

খেলার মাঠের প্রায় অর্ধেক জুড়ে রয়েছে ইট বিছানো এবং বাকি অর্ধেক খানাখন্দে ভরা বলে অভিযোগ জানায় তারা।  

১৯৭৩ সালে প্রতিষ্ঠিত শিশু পরিবারটিতে ১২৫ জনের আবাসন ব্যবস্থা রয়েছে। বর্তমানে সদস্য সংখ্যা ১০৬ জন। এখানে ১৮ বছরের কম বয়সী অনাথ ও গরিব শিশুদের থাকা খাওয়াসহ, খেলাধুলা ও কারিগরি শিক্ষার ব্যবস্থা আছে।

সরকারি শিশু সদনসমূহকে শিশু পরিবার রূপান্তর প্রকল্প-২ আওতায়, ১৯৮৬ সালে সমাজসেবা অধিদপ্তরের নিজস্ব জমিতে নতুন তৈরি ভবনে স্হানান্তরিত হয়ে শিশু পরিবার পরিচালিত হচ্ছে।

১৮ বছর বয়স পর্যন্ত এসব শিশুদের প্রতিপালন ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান; শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষ সাধন এবং স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে এখান থেকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়ে থাকে।

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com